বাক প্রতিবন্ধীকে গণধর্ষণের অভিযোগে মামলা, দুই কিশোর গ্রেফতার

0

ঝালকাঠির রাজাপুরে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে (২০) গণধষর্ণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে ওই প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে এ ঘটনায় অভিযুক্ত রাব্বি ও সোলাইমানের বিরুদ্ধে মামলা করেছেন। 

ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী কিশোরীর বাবা জানায়, বৃহস্পতিবার দুপুরে তার মেয়ে পার্শ্ববর্তী গালুয়া ইউনিয়নের গাজীর হাট এলাকায় বড় বোনের বাড়িতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। এ সময় অভিযুক্ত ঐ দুই কিশোর দেশীয় অস্ত্র চাকুর মুখে জিম্মি করে পথ থেকে তুলে নিয়ে চল্লিশকাহনিয়া লঞ্চঘাট এলাকায় একটি কলাবানের মধ্যে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে। পরে ঘটনাটি কিশোরী তার পরিবারকে জানালে তারা জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত দুই কিশোরকে আটক করে থানায় নিয়ে যায়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, ওই বাক প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here