ফেনীতে শুরু হল দুই দিনব্যাপী শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা

0

ফেনীতে জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা শুরু হয়েছে। 

শুক্রবার (৭ জুলাই) সকালে ফেনী শহরের শ্রী শ্রী জয়কালী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফেনী জেলা শাখা দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে।

বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একটি দেশে নানা ধর্মের মানুষ থাকবে। তবে সবাই মিলে একসাথে থাকলে সে দেশ ফুলের মত সুন্দর হয়ে উঠে। সঠিক প্রতিভাগুলো যেন পুরস্কৃত হয় সেজন্য অত্যান্ত নিষ্ঠার সাথে বিচারকার্য করতে হবে।

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অনিল নাথের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রাজীব খগেশ দত্ত, এডভোকেট বিমল শীল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সমীর কর, শিব প্রসাদ মজুমদার, জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক প্রকৌশলী তপন দাশ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতার আহবায়ক শান্তি চৌধুরী।
আয়োজক সূত্র জানায়, ২ দিনব্যাপী এ প্রতিযোগিতার প্রথমদিনে ৩য় থেকে ৭ম শ্রেণি এবং আগামীকাল সমাপনী দিনে ৮ম থেকে দ্বাদশ শ্রেণির প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে জেলার ৬ উপজেলার তিন শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here