তামিম ইকবালের আকস্মিক অবসরের ঘোষণার কারণে আফগানিস্তান সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব কে দেবেন, সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে তামিম তার অবসরের সিদ্ধান্ত থেকে সরে না আসলে তার পরিবর্তে বাকি দুই ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেবেন দলের সহ-অধিনায়ক লিটন দাস।
বৃহস্পতিবার হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম। এরপর সারাদিনে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কোনো কথা বলেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কর্তা। তবে দিবাগত রাত ১২টার পর জরুরি সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না, এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে কয়েকবার কথা বলেছি তার ভবিষ্যৎ নিয়ে। তিনি বলেছেন, পরের চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি খেলবেন। এরপর বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি তিনিই ক্যাপ্টেন। বিশ্বকাপটা যেহেতু সামনে, ক্যাপ্টেন্সি বদল নিয়ে কোনো কথা হয়নি। এ ধরনের প্লেয়ারদের কাছ থেকে যে অবাক হই, এটা আমাদের জন্য দুঃখজনক।
বিসিবির পক্ষ থেকে তামিমকে ফেরানোর আহ্বান জানানো হবে কি না এমন প্রশ্নে পাপন বলেন, সকাল থেকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। তখন আমি নাফিজের কাছে একটা মেসেজ পাঠাই। তার সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি, তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটার এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাপন বলেন, আমাকে অপেক্ষা করতে হবে। তার কাছ থেকে একটা রেসপন্স আসে কি না। কথা বলে যদি একটা সমাধান করা যায়। তামিম এখনো গুরুত্বপূর্ণ, অত্যন্ত দরকার আমাদের তাকে ওয়ানডে দলে। যদি সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলে আমি খুশি হবো। আমরা সেটার জন্য অপেক্ষা করব।
এছাড়া এই মুহূর্তেও বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিম ইকবালই রয়েছেন এমনটি মনে করেন পাপন। তিনি বলেন, আমাকে যদি এখনো জিজ্ঞেস করেন বিশ্বকাপের জন্য, এশিয়া কাপের জন্য তাহলে তামিম সঠিক পছন্দ। আমরা অপেক্ষা করব তার জন্য।
বিসিবি সভাপতি বলেন, এখনও আমাদের কাছে ওয়ানডে অধিনায়ক তামিম। এখন অবধি সেটা আছে। কোনো কারণে তামিম না খেললে ভাইস ক্যাপ্টেন (লিটন দাস) খেলা পরিচালনা করবে।
উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। এর মধ্যে বুধবার প্রথম ওয়ানডেতে হেরেছে টাইগাররা। সেই ম্যাচে ফিট না থেকেও দলে খেলেছেন এবং নেতৃত্ব দিয়েছিলেন তামিম। তবে বৃহস্পতিবার হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।