বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ঠাকুরগাঁও জেলা যুব মহিলা লীগ। বৃহস্পতিবার বিকেলে জেলা যুব মহিলা লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা যুব মহিলা লীগের সভাপতি নাজিরা আক্তার স্বপ্না, সাধারণ সম্পাদক শেখ ফেরদৌসী আরা তারা প্রমুখ। বক্তব্য শেষে কেট কেটে একে অপরকে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা।