ব্যবহারকারীদের সুবিদার্থে আরও দারুণ ফিচার চালু করতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’। এবার ব্যবহারকারীরা এইচডি কোয়ালিটি ছবির মতো এইচডি ভিডিও পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
হোয়াটসঅ্যাপে সাধারণত কোনো ভিডিও পাঠাতে গেলে তার কোয়ালিটি বা গুণমান একটু খারাপ হয়ে যায়। কিন্তু এই ফিচার চালু হলে এইচডি ছবির মতোই ঝকঝকে কোয়ালিটির ভিডিও-ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।
নতুন ফিচারের সুবিধা হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ভার্সান ২.২৩.১৪.১০-এর মাধ্যমে পাওয়া যাবে। আপাতত এই নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বর্তমানে বিটা পর্যায়ে রয়েছে হোয়াটসঅ্যাপের এই ফিচার।