সময় পাল্টে গেছে, দুপুর ১২টায় নয়। বেলা দেড়টায় অনুষ্ঠিত হবে তামিম ইকবালের সংবাদ সম্মেলন। আজ সকাল সাড়ে ১১টার পর তামিমের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, ‘বৃহস্পতিবার দুপুর দেড়টায় চট্টগ্রামের টাওয়ার ইন হোটেলে প্রেসের সাথে কথা বলবেন বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল।’
বৃহস্পতিবার টাইগারদের দলীয় অনুশীলন না থাকায় এদিন সংবাদমাধ্যমের সামনে কারো আসারই কথা নয়। অথচ আজই কৌতূহলজাগানিয়া সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তামিম। তবে কি বিষয়ে ওয়ানডে অধিনায়কের এই আকস্মিক সংবাদ সম্মেলন সেটি জানা যায়নি।