বৃষ্টি বিঘ্নিত ম্যাচ আর বাজে ব্যাটিং সবমিলিয়ে আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজটা ভালোভাবে শুরু করতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আফগানদের কাছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৭ রানে হেরেছে টাইগাররা।
ম্যাচ হারার কারণ হিসেবে টাইগার ব্যাটার তাওহিদ হৃদয় উইকেটকেই দায়ী করেছেন অনেকটা। তবে টাইগার অধিনায়ক তামিম ইকবাল ব্যাটারদেরকে দাঁড় করিয়েছেন কাঠগড়ায়।
তিনি মনে করেন, ‘আর সত্যি বলতে কোনো উইকেটই এমন ছিল না যে অসাধারণ কোনো ডেলিভারি বা উইকেট নেওয়ার মতো বলে। বরং আমিসহ আমাদের ব্যাটসম্যানরা আলগা শট খেলেছে। এটাই ছিল ব্যাপার।’
তামিম বলেছেন, ‘১৬০ রানে আটকে গেলে তা যথেষ্ট নয়। উইকেট কিছুটা ট্রিকি ছিল অবশ্যই। বিশেষ করে শুরুতে। তবে আমরা যদি ২৫০-২৬০ রান করতে পারতাম, তাহলে ভালো খেলা হতে পারত।’
অন্য ব্যাটারদের দুষলেও অর্ধ শতক হাঁকিয়ে দলের হাল ধরার চেষ্টা করা তাওহিদ হৃদয়ের প্রশংসা করেছেন তামিম। বলেছেন, ‘আজকে তার মাত্র সপ্তম ম্যাচ ছিল। প্রতিবারই ব্যাট করতে নেমে সে সবাইকে মুগ্ধ করে চলেছে। এই মুহূর্তে ওকে দারুণ মনে হচ্ছে।’