সপ্তম ওভারে কাঙ্ক্ষিত উইকেটের দেখা পেল আফগানিস্তান। ফজলহক ফারুকির বলে কট বিহাইন্ড হয়ে আউট হন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ২১ বলে ১৩ রান করেন তিনি।
বুধবার দুপুর ২টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
শতভাগ ফিট না হলেও প্রথম ওয়ানডেতে খেলেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া বাংলাদেশ একাদশে ফিরেছেন আফিফ হোসেন। চট্টগ্রামের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর বাদ পড়েছিলেন তিনি।