আগামী ৯ জুলাই থেকে মিরপুরে শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজকে সামনে রেখে নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার বিসিবি ঘোষিত প্রাথমিক স্কোয়াডের মতো মূল স্কোয়াডেও জায়গা হয়নি অভিজ্ঞ পেসার জাহানারা আলম এবং অলরাউন্ডার রুমানা আহমেদের।
সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। শুরুতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৯, ১১ এবং ১৩ জুলাই। পরবর্তীতে ১৬, ১৯ এবং ২২ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন, নাহিদা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানি, রিতু মনি, সালমা খাতুন, শামিমা সুলতানা এবং ফাহিমা খাতুন।
স্ট্যান্ডবাই : লতা মণ্ডল, ফারিহা ইসলাম তৃষ্ণা, শারমিন আক্তার সুপ্তা এবং ফারজানা হক পিঙ্কি।