রানি ক্লিওপেট্রার রূপগুণের চর্চা হতো একাল-সেকাল সবকালেই। তাঁর ঠোঁটের প্রসাধনী নিয়েও কিছু কাহিনি প্রচলিত রয়েছে। বলা হতো- রানি নাকি ঠোঁটে মোম, অলিভ অয়েল, মধুর প্রলেপ লাগিয়ে রাখতেন। উদ্দেশ্য ঠোঁট যেন না ফাটে। এ তো গেল প্রাচীন মিসরীয় রানির রূপবোধের গল্প। এবার আসি মধ্যযুগের মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যে ভেড়ার চর্বি গলিয়ে ভেষজ শিকড়ের রস মিশিয়ে জমিয়ে রাখা হতো। তখনকার দিনে একে নিরাপদ লিপ বাম বলে মনে করা হতো। আর উপমহাদেশের পৌরাণিক গল্পেও উঠে এসেছিল ঠোঁটের যত্নের কথা। আগেকার দিনে উপমহাদেশের রূপসচেতন নারীরা ফাটা ঠোঁটের সমস্যার মোকাবিলায় বেল ফলের ক্বাথ ও দুধ মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখতেন। দিন কয়েকের মধ্যেই ঠোঁটের ফাটল পূরণ হয়ে উজ্জ্বল হয়ে উঠত। ডালিমের রস মাখার রীতিও ছিল। পান খেয়ে ঠোঁট রাঙানোর গল্পও নতুন নয়। তবে গল্প শুনলেই হবে না, সুন্দর ঠোঁটের রহস্যভেদ করতে হবে।
কখন লিপবাম লাগাবেন : অনেকেরই ধারণা থাকে লিপবাম কেবল শীতকালের জন্য। তবে ধারণাটি পুরনো। বরং শীত, গ্রীষ্ম, বর্ষা- সব ঋতুতেই ঠোঁটের যতেœ প্রসাধনীটি আবশ্যক। প্রতিদিন আমাদের অন্তত চারবার খাবার খাওয়া হয়। পানি পান করা এরও বেশি। ফলাফল ঠোঁটের আর্দ্রতা গায়েব! তাই ১২ মাসই ঠোঁটে লিপ বাম লাগানো জরুরি। আর জেনে রাখা ভালো- ঠোঁটের যতেœ অন্যান্য প্রসাধনীর চেয়ে লিপবাম লাগানো থাকলে ঠোঁটের ওপরে স্তর তৈরি হয়, যা ভেদ করে ঠোঁটের ক্ষতি হওয়ার ভয় কম।
প্রাকৃতিক লিপবাম : গোসল করতে যাওয়ার আগে মাত্র ৫ মিনিট সময় নিয়ে ঠোঁটে মধু লাগিয়ে বসে থাকতে পারেন। তারপর গোসল সেরে নিন। ঠোঁট হাইড্রেটেড থাকবে। দুধের সরও ঠোঁটের জন্য ভালো। এতে ঠোঁটের রংও উজ্জ্বল হবে। অ্যালোভেরার জেলও ঠোঁটে লাগিয়ে রাখুন। এতেও ঠোঁট ফাটা কমবে।
সম্ভব হলে ৪ টেবিল চামচ বাদাম তেল, ১ টেবিল চামচ মোম, ১ টেবিল চামচ মধু একসঙ্গে গরম করতে হবে। এবার মিশ্রণটি নামিয়ে এর মধ্যে ১/৪ চা চামচ ভিটামিন-ই অয়েল, সাত ফোঁটা ল্যাভেন্ডার অয়েল, ১ চা চামচ কোকো পাউডার পাত্রে ভরে বরফ ভর্তি পাত্রের মধ্যে রেখে দিন। জমে যাবে।
তথ্যসূত্র : নিউইয়র্ক টাইমস