গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি পিকআপ ভ্যানে আগুন লেগে পুড়ে গেছে। টাঙ্গাইল থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো ঠ-১১-৮৯-৫৭) খাড়াজোড়া এলাকা পৌঁছালে ইঞ্জিন ওভারহিটের কারণে হঠাৎ করে গাড়িতে আগুন লেগে যায়। গাড়িতে থাকা লোকজন দ্রুত নেমে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই পিকআপ ভ্যানের পুড়ে ছাই হয়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্নয় করা যায়নি।