দর্শকের চাপে মিডনাইট শো ‘প্রিয়তমা’র

0

বগুড়া ‘মধুবন’ সিনেপ্লেক্স দর্শকের চাপে মিডনাইট শো চালাতে বাধ্য হচ্ছে। রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত শো চলবে। নালিতাবাড়ীর ‘অন্তরা’ সিনেমা হল। এই ঈদেও সিনেমা হলটি বন্ধ ছিল। ‘প্রিয়তমা’ ছবির সেল দেখে ঈদের ৩ দিন পর তারা সিদ্ধান্ত নেয় যে হল খুলবে এবং ‘প্রিয়তমা’ চালাবে। তারা তাদের রেকর্ড রেন্টাল দিয়ে ঈদের ৫ দিন পর ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে হল খুলেছেন।

‘মনের মাঝে তুমি’র পর ‘মধুমিতা’ সিনেমা হলে সর্বকালের সেরা টিকেট বিক্রি ‘প্রিয়তমা’র। স্টার সিনেপ্লেক্স দর্শকের চাপে শো প্রায় দ্বিগুণ করেছে। তার মধ্যে একটা হলের প্রতি টিকেট ৭০০/৬০০ টাকা, সেই হলেরও টিকেট নাই। ঈদের সিনেমার দর্শক ঈদের পর দিন দিন কমে আর ‘প্রিয়তমা’র দিন দিন দ্বিগুণ হচ্ছে। সারা দেশে টিকেটের হাহাকার। একটা টিকেটের জন্য যে উন্মাদনা সেটা আর শুধু সিনেমা দেখার মধ্যে সীমাবদ্ধ নেই, ‘প্রিয়তমা’ দেখা যেন এখন একটা ইচ্ছা পূরণে পরিণত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here