বড়াইগ্রামে মাইক্রোবাস ও প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

0

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও প্রাইভেটকার সংঘর্ষে আব্দুল করিম (৪৫) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও তিনজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল করিম রাজধানীর আমীন বাজার এলাকার বাসিন্দা।

মাইক্রোবাসের যাত্রী নিরব মন্ডল জানান, তারা প্রবাসী ফেরত মামাসহ ৯ জনগ মিলে সকাল ৫টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে মাইক্রোবাসে নওগাঁর আত্রাই যাচ্ছিল। মাইক্রোবাসটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়। এতে তার মামা নাজমুল (৩৫), মামাতো বোন বৈশাখী খাতুন (১৪), মহাব্বত আলী (৬৫) চালক ও সোলেমান আলী আহত হয়।

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, মাইক্রোবাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here