দলে সিনিয়র-জুনিয়র নিয়ে কী বার্তা দিলেন হাথুরুসিংহে?

0

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হচ্ছে আজ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ৩টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। সাকিব আল হাসান ছাড়া দলের চার সিনিয়র ক্রিকেটার নেই টি-টোয়েন্টিতে। তাই তো সমর্থকদের চোখে এ দল তারুণ্যনির্ভর। তরুণ দল হলেও এদের মধ্যে সিনিয়র-জুনিয়র দেখার সুযোগ নেই বলে মনে করেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।  

বুধবার (৮ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন হাথুরুসিংহে। দলের স্পিরিট নিয়ে জানতে চাইলে হাথুরু জানান, দলের টিম স্পিরিট অনেক ভালো। সবাই ভালো খেলতে মুখিয়ে। দলে সিনিয়র ক্রিকেটার নেই। তবে এটাও ঠিক যে, দলে সিনিয়র ক্রিকেটার আছে নাকি জুনিয়র ক্রিকেটার আছে তাতে কিছু যায় আসে না। মাঠের খেলাটাই আসল।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here