চোট কাটিয়ে কেমন আছেন তামিম?

0

পিঠের পুরনো ব্যাথায় ভুগছিলেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে অনুশীলন করতে গিয়ে আবারও ব্যথা অনুভব করলে চিকিৎসকের পরামর্শে টেস্টে দল থেকে তাকে বাহিরে রাখা হয়। কিন্তু সেই ইনজুরি কাটিয়ে ওঠে ওয়ানডে সিরিজের জন্য অনুশীলন শুরু করেছিলেন তিনি। তবে আবারও চোট বাসা বাঁধে ওয়ানডে অধিনায়কের শরীরে।

যদিও সোমবার (৩ জুলাই) চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে করতে দেখা যায় তামিমকে। এর আগে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন এখন বেশ ভালো আছেন তিনি।

এসময় দলে সহ অধিনায়কের থাকা না থাকা নিয়েও কথা বলেন হাথুরু। যদি কোনো কারণে অধিনায়ক না থাকেন দায়িত্বে কে থাকবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটি নির্বাচকদের জন্য একটি ভালো প্রশ্ন। দলে অনেক খেলোয়াড় আছে যারা আগে অধিনায়কত্ব করেছেন। সম্প্রতি টেস্টে সাকিবের অবর্তমানে লিটন অধিনায়কত্ব করেছেন। তাছাড়া আগে মুশি, সাকিবও অধিনায়কের দায়িত্বে ছিলেন। সুতরাং আমাদের অনেক নেতৃত্ব রয়েছে। নির্বাচকরা ঠিক করবেন কে দায়িত্বে থাকবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here