দলের পরিকল্পনা জানালেন টাইগার কোচ

0

গত দুই দিন ক্লোজ ডোর অনুশীলনের পর গতকাল প্রথম আউট ডোরে অনুশীলন করেছে টাইগাররা। টাইগার হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে কথা বলেছেন মিডিয়ার সঙ্গে। সেখানে তিনি দলের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। টাইগারদের এই প্রস্তুতি আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য। 

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে আগামীকাল। পরের দুটি ওয়ানডে ৮ ও ১১ জুলাই। বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতি নিতেই এই সিরিজকে গুরুত্ব সহকারে নিয়েছেন টাইগার কোচ হাতুরাসিংহে। 

বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজ শুরু হয়েছে দুই ধাপে। ঈদের আগে প্রথম ধাপে খেলেছে সাদা পোশাক ও লাল বলে টেস্ট। মিরপুর স্টেডিয়ামে টেস্ট ম্যাচটিতে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ জিতেছে ৫৪৬ রানের রেকর্ড গড়া ব্যবধানে। ওই আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে সিরিজে নামছে টাইগাররা। যদিও পিঠের ব্যথায় টেস্টে খেলেননি তামিম। আঙুলের ব্যথায় খেলেননি নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব। দুজনেই ফিরেছেন ওয়ানডে সিরিজে। পূর্ণ শক্তির দল নিয়ে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে নামছে তামিম বাহিনী। 

সিরিজে ফিরেছেন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। তাকে কোন অর্ডারে ব্যাটিং করানো হবে, এর উত্তরে টাইগার কোচ বলেন, ‘আফিফ খেললে মিডল অর্ডারে খেলবে। আমরা সিরিজে কিছু ছেলেকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। এর মানে এমন নয়, পরীক্ষা-নিরীক্ষা করছি। নাঈমকে একটি সুযোগ দিতে চাই। আমরা কোচিং গ্রুপ ও নির্বাচকরা জানি যে, আমরা কী করতে চাই এবং ক্রিকেটারদের কোন কোন জায়গায় নজর দিতে হবে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here