বাগেরহাটে দুটি আগ্নেয়াস্ত্রসহ আটক ১

0

বাগেরহাটে দুটি আগ্নেয়াস্ত্রসহ মো. হানিফ হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের মোস্তফাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে হানিফ হাওলাদারের ঘেরের বাসা থেকে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।

 পুলিশকে আটককৃত হানিফ হাওলাদার জানিয়েছে, অস্ত্র দুটি আইন-শৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ারে নিহত কারাপাড়া এলাকার আপন নামে এক ব্যক্তির। 

বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তফাপুর এলাকা থেকে দুটি আগ্নেয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বিক্রয়ের উদ্দেশ্যে তিনি অস্ত্র দুটি সংরক্ষণ করছিলেন। দু’একজন ক্রেতাকে ইতোমধ্যে দেখিয়েছেন এই অস্ত্র। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here