রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবার সাংহাই কো-অপরেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন শুরু হচ্ছে। এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হবেন পুতিন। ফলে জিনপিংসহ বিশ্ব নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ হবে।
পুতিনের জন্য ব্যক্তিগতভাবেও এই সম্মেলনের গুরুত্ব রয়েছে। সম্প্রতি ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিদ্রোহের পরও রাশিয়ায় পরিস্থিতি যে তার নিয়ন্ত্রণে, রয়েছে তা তুলে ধরার বড় সুযোগ পাবেন ।
পূর্ব এশিয়া থেকে ভারত মহাসাগর পর্যন্ত অঞ্চলে পশ্চিমাদের তৎপরতা মোকাবিলায় এসসিও জোট গড়ে তোলে রাশিয়া ও চীন। বর্তমানে এর সদস্য সংখ্যা আট। এবারের এসসিও সম্মেলনের আয়োজন করেছে ভারত। সেখানে সদস্য দেশগুলোর নেতারা ভার্চুয়ালি বৈঠক করবেন। ২০১৭ সালে এই জোটে যোগ দিয়েছিল ভারত।
এবারের সম্মেলন রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা চাপে তারা যে কোণঠাসা হয়নি, তা দেখাতে চায় মস্কো। জোটের চার সদস্য কাজাখস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানে রাশিয়ার বড় প্রভাব রয়েছে। আরেক সদস্য দেশ পাকিস্তানের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মস্কোর। আর মঙ্গলবার জোটে নতুন সদস্য হিসেবে ইরানের যোগ দেওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশীয় বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, নিজের শক্তি ও বিশ্বাসযোগ্যতা প্রদর্শনের জন্য পুতিনের কাছে এই এসসিও সম্মেলন বড় একটি সুযোগ।
আর গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের তানভি মদনের ভাষায়, রাশিয়ায় তিনি এখনো নিয়ন্ত্রকের ভূমিকায় রয়েছেন, পুতিন অংশীদারদের এটা নিশ্চিত করতে চাইবেন। সূত্র: সিএনএন