মাদারীপুরে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ

0

মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভুঁইয়ার বিরুদ্ধে ব্যবসায়ীরা সোমবার বিকালে বিক্ষোভ মিছিল করেছে। মাদারীপুর শহরের চেম্বার অব কমার্স ভবনের সামনে তাদের বিক্ষোভ পরবর্তী সমাবেশ শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন, মনিরুল ইসলাম একটি বহুজাতিক সিগারেট কোম্পানির ডিলার। তিনি ব্যবসায়ীদের পণ্য দেওয়ার কথা বলে ৬৮ কোটি টাকা নেন। এরপর পণ্য না দিয়ে ব্যবসায়ীদের বিভিন্নভাবে হয়রানি করেন।

তবে মনির হাওলাদার নামে এক ব্যবসায়ী বলেন, আমি তুষার ভুঁইয়ার কাছে ১৫ কোটি টাকা পাব। টাকা চাইতে গেলে তিনি বিভিন্ন সময় আমাদের ভয়-ভীতি দেখান। একই অভিযোগ করেন পুরান বাজারের আরেক ব্যবসায়ী শাখাওয়াত হাওলাদার। তিনি বলেন, আমি তুষার ভুঁইয়ার কাছে ৮ কোটি টাকা পাব। টাকা চাইতে গেলে তিনি অস্ত্রের ভয় দেখাযন। আমি আমার টাকা ফেরত চাই।

এ ব্যাপারে মাদারীপুর চেম্বার অব কমার্সের সভাপতি হাফিজুর রহমান জাচ্চু খান বলেন, তিন ব্যবসায়ী টাকা পাবে এমন অভিযোগ এনে আমাদের কাছে দরখাস্ত করেছে। বিষয়টি নিয়ে কারণ দর্শানোর জন্য আমরা মনিরুল ইসলাম তুষারকে চিঠি ইস্যু করেছিলাম। অন্যান্য ব্যবসায়ীরাও মোট ৬৮ কোটি টাকা পাবে বলে আমাদের জানিয়েছেন। আমরা চাই তিনি পাওনাদারদের টাকা ফেরত দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here