চাঁদপুরে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ১ ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে পালবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুমিল্লা থেকে হরিণা ফেরীঘাটগামী একটি সিএনজির গতিবিধি সন্দেহজনক মনে হলে থামানোর সংকেত দেওয়া হয়।
আটক ব্যক্তি আবু সিদ্দিক (৩২)। তিনি মাদারিপুর জেলার মিঠাপুর গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, জব্দকৃত মাদক কুমিল্লা থেকে বিক্রির উদ্দেশ্য চাঁদপুরে আনেন। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলেও জানায়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।