পাবনায় বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন

0

পাবনায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বৈকালিক বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার পাবনা জেনারেল হাসপাতালে কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক সালেহ মুহাম্মদ আলী জানান, সোমবার থেকে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত এ সেবা কার্যক্রম চালু থাকবে। সেখানে সরকার নির্ধারিত মূল্যে মেডিসিন, হৃদরোগ, গাইনি, সার্জারি, অর্থ সার্জারি ও শিশু বিভাগের চিকিৎসকরা রোস্টার অনুযায়ী হাসপাতালে নির্ধারিত চেম্বারে রোগী দেখবেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here