কিশোরগঞ্জের ভৈরব থেকে ২৮ কেজি গাঁজাসহ হেলাল মিয়া (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের কালীপুর দক্ষিণপাড়াস্থ মেঘনা নদীর পাড়ে ডেংহাটি এলাকায় জনৈক সাইদুল মিয়ার বাড়ির পশ্চিম পার্শ্বে অভিযান চালায় র্যাবের দলটি। এ সময় দুটি ট্রাভেল ব্যাগের ভিতর থেকে ২৮ কেজি গাঁজাসহ হেলাল মিয়াকে গ্রেফতার করে। তিনি ভৈরব পৌরসভার ১২ নং ওয়ার্ডের ঈদগাহ রোড সংলগ্ন কালীপুর মধ্যপাড়ার মৃত উসমান মিয়ার ছেলে।
র্যাবের ভারপ্রাপ্ত স্কোয়াড কমান্ডার মো. আব্দুল হাই চৌধুরী গ্রেফতার হেলাল মিয়াকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।