নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণ ও অপহরণের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। রবিবার সিদ্ধিরগঞ্জের রনি সিটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতাররা হলেন- মো. রাসেল (৩৩), মো. আল আমিন (৩২) এবং মো. মামুন (৩৯)।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়। পরবর্তীতে জড়িতদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।