আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে রবিবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রুদ্ধদ্বার অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবারও একইভাবে অনুশীলন হওয়ার কথা রয়েছে টাইগারদের। এদিন সংবাদ সম্মেলন করবেন প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে।
ওয়ানডে বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজেই বিশ্বকাপ প্রস্তুতি শুরু করতে চায় টিম টাইগার। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান।
৫০ ওভারের এই ফরম্যাটে বাংলাদেশ বরাবরই শক্তিশালী। গত বছরই আফগানদের বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দুই দলের মুখোমুখি হওয়া ১১টি ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে ৭টিতে। তবে এবারের আফগানদের ওয়ানডে দলটাও দুর্দান্ত। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা হচ্ছে।