কুমিল্লার লাকসামে গ্রামের বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে তানজিদ আহমেদ রিফাত (১৮) নামক এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) ওই গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কলেজ ছাত্র রিফাত বাতাখালি মধ্যপাড়া মুন্সেফবাড়ির সৈয়দ বাচ্চু আহমেদের দ্বিতীয় ছেলে। সে ঢাকা মোহাম্মদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্বজনরা জানান, লাকসাম পৌরসভার বাতাখালি গ্রামের সৈয়দ বাচ্চু আহমেদ পরিবার নিয়ে ঢাকায় থাকেন। গত শনিবার তিনি পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। রবিবার দুপুরে কলেজছাত্র রিফাত কয়েকজন বন্ধু মিলে বাতাখালি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমাখানা সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। কিছুক্ষণ আনন্দ উল্লাসের পর রিফাত আকস্মিক ডুবে যান। অনেকক্ষণ খোঁজাখুজির পর স্থানীয়রা তার নিথর দেহ উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।