সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জিহাদ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি আজ সোমবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

এর আগে রবিবার (২ জুলাই) দিবাগত রাতে আদমজী-চাষাঢ়া সড়কের গোদনাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ জামালপুরের আব্দুর রাজ্জাকের ছেলে। 

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, হাসপাতালে আনার পথেই ওই যুবকের মৃত্যু হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here