নাটোরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

0

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাপাতিল এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দলিল লেখক রহুল আমিন, স্থানীয় বাসিন্দা জামিরুল ইসলাম, সাথি খাতুনসহ অন্যান্যরা।  

এ সময় বক্তরা বলেন, মালঞ্চি বাজার হতে বিহারকোল এলাকা পর্যন্ত চলাচলের প্রধান সড়কটি খানাখন্দে হয়ে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। প্রতিনিয়ত বিভিন্ন যানবহন দুর্ঘটনায় পড়ে লোকজন আহত হয়। দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না হওয়ায় এই পথে চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়েছে। প্রতিনিয়িত স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও ভোগান্তির শিকার হয়। তাই দ্রুত আঞ্চলিক এই সড়কটি সংস্কারের জন্য জনপ্রতিনিধিদের কাছে দাবি জানান তারা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here