আজ রাজধানীর যেসব এলাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

0

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ বৃহস্পতিবার সকালে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। সকাল সাড়ে ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৭ নিয়ে রাজধানীর বাতাসের মান ছিল ‘অস্বাস্থ্যকর’।

তবে তালিকায় ঢাকার স্কোর ১৮৭ হলেও ওই সময় রাজধানীর আইসিডিডিআর’বি (মহাখালী) এলাকার বায়ুদূষণের মাত্রা ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’। একিউআই’র ওয়েবসাইটে সে সময় ওই এলাকার স্কোর দেখা যায় ২৯৭, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া মার্কিন দূতাবাস এলাকার বাতাসও ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’, সকাল সাড়ে ৮টায় ওই এলার স্কোর ছিল ২৩৩।

এদিকে, এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা যায়, বিশ্বের বড় শহরগুলোর মধ্যে বৃহস্পতিবার শীর্ষে রয়েছে পাকিস্তানের করাচি, শহরটি স্কোর ১৮৮। তৃতীয় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, স্কোর ১৮৪।
চতুর্থ অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই (১৮১)। পঞ্চম অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন, শহরটির স্কোর ১৭৭। ষষ্ঠ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, স্কোর ১৭৪। সপ্তম পাকিস্তানের লাহোর, স্কোর ১৭২।  অষ্টম ভারতের মুম্বাই, স্কোর ১৫৯। নবম নেপালের কাঠমান্ডু, স্কোর ১৫৭। দশম অবস্থানে রয়েছে চীনের শেনিয়াং, শহরটির স্কোর ১৫৫।

বায়ু বিশেষজ্ঞরা মতে, স্কোর ১০১-২০০-এর মধ্যে থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়। শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১-১০০ ‘মোটামুটি’, ১০১-১৫০ পর্যন্ত ‘সতর্কতামূলক’, ১৫১-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০-এর মধ্যে থাকা একিউআই মাত্রাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে বলা হয় ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ।

বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। সূত্র: আইকিউ এয়ার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here