সিডনিতে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

0

সিডনিতে ২৮ জুন বুধবার এবং ২৯ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। সিডনির সাউথ ওয়েস্ট এলাকার অন্যতম বৃহত্তম বাংলাদেশিদের সংগঠন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ২৯ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার জামাতের আয়োজন করে। সংগঠনটি প্রতি বৎসরের ন্যায় এবারও চাঁদ দেখার ভিত্তিতে জামাতের তারিখ নির্ধারিত করে।

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে মিন্টুস্থ ভিক্টোরিয়া পার্কে এতদ অঞ্চলের সর্ববৃহৎ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজে সহস্রাধিক মুসল্লির উপস্থিতি মুসলিম ঐক্যের মহামিলনে পরিণত হয়। ঈদের নামাজে বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ প্রার্থনা ও বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here