সিরিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় সিরিয়ার বাশার আল আসাদ সরকার নিয়ন্ত্রিত হোমস শহরকে টার্গেট করা হয়।
সিরিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিয়ার আকাশপ্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘সিরিয়ার আকাশপ্রতিরক্ষা ব্যাটারি লক্ষ্য করে তাদের বাহিনী আক্রমণ করে। কারণ, ওই স্থান থেকে ইসরায়েল লক্ষ্য করে বিমান বিরোধী ক্ষেপণাস্ত্র (অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল) ছোড়া হয়।’