ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা ঈদ পরবর্তী এই মিলন মেলায় মিলিত হয়। বন্ধু ও স্কুল জীবনের সহপাঠীদের পেয়ে দিনভর আনন্দ উৎসবে মেতে উঠেন তারা। গল্প, হৈ-হুল্লোড়, আড্ডা ও বক্তৃতায় স্মৃতিচারণ করেন।
শনিবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে স্কুল ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। সেখানে উদযাপন কমিটির আহ্বায়ক জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ শেখ আজহার হোসেনের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধাকালীন নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
স্মৃতিচারণে বক্তারা সহপাঠীদের উদ্দেশ্য করে বলেন ‘বন্ধু’ শব্দটা ছোট হলেও এর পরিধি এতটাই বিস্তৃত যে, পরিমাপ করার সাধ্য কারো নেই। বলতে গেলে বন্ধু মানেই আত্মার টান, ভালোবাসার বন্ধন, হৃদয়ের স্পর্শ, এক বন্ধু অন্যবন্ধুর জন্য ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা।
মিলন মেলা নিয়ে বক্তারা বলেন, স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় সব শিক্ষার্থী। এখানে অনেকে সংসদ সদস্য, ডাক্তার, মেয়র, চেয়ারম্যান, প্রকৌশলী, আইনজীবী, রোটারিয়ান, ব্যাংকার, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বড় রাজনীতিবিদ, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী কেউবা আবার প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন একটা সেটা হলো ‘আমরা স্কুল বন্ধু’।
মিলনমেলায় দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্র ও মিলন মেলা-২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব কাজী আকতার হোসেন ও প্রাক্তন ছাত্র রাশেদুজ্জামান রাশি।