বাগেরহাটের মোরেলগঞ্জে রফিকুল ইসলাম (৪৫) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। শনিবার বেলা ১টার দিকে হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হোসেন আলী হাওলাদারের ছেলে। তার ৩ সন্তান ও স্ত্রী রয়েছে।
নিহত রফিকুলের স্ত্রী বলেন, দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে ওই সময় তার স্বামী মাঠে ছাগল আনতে যায়। ছাগল নিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছালে বজ্রপাতে সে নিহত হয়। ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।