বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে শক্তিশালী কুয়েতকে নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে দেয়নি বাংলাদেশ। বেশ কয়েকটি সুযোগ তৈরি করে গোল পায়নি নিজেরাও।
দারুণ কিছু সেভ করে দলকে বাঁচিয়ে রেখেছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ফলে ০-০ সমতায় অতিরিক্ত ৩০ মিনিটে গড়িয়েছে খেলা।
শনিবার সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে শক্তিশালী কুয়েতকে আটকে রেখে বিরতিতে যায় বাংলাদেশ।