আমি জাদুকর নই: হাথুরুসিংহে

0

ওয়ানডে সিরিজে টাইগাররা হোয়াইটওয়াশ এড়িয়েছে সাকিব আল হাসানের দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সে। নিজের ব্যক্তিগত মাইলফলকের ম্যাচটিতে ব্যাটিং ও বোলিংয়ে সাকিব ছিলেন দুর্দমনীয়। আজ শুরু তিন ম্যাচের টি-২০ সিরিজ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ৩টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। 

বুধবার সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জিতবে কি না এমন প্রশ্নে হাথুরু বলেন, ‘আমি জাদুকর নই বা এমন কেউ নই যে ভবিষ্যতে কী হবে তা বলে দিতে পারব! সিরিজে যা হয়, হবে। তবে আমাদের চেষ্টাটা জেতারই হবে।’

টি-টোয়েন্টি ক্রিকেটে সবাই রান চায়। তবে চট্টগ্রামে খুব বেশি রান হবে না সেই বার্তা দিয়ে রাখলেন হাথুরু, ‘আমরা সবাই রান চাই। তাই না? এটাই বিনোদন। রানের জন্যই মানুষ খেলা দেখতে আসে। বোলাররা ভালো করলে অন্য হিসেব। তবে মানুষ রান দেখতেই আসে। ২০তম ওভারে ম্যাচ শেষ হতে দেখতে চায়। এমনকি টিভি ভিউয়ার, স্পন্সররাও এটাই চায়। আমরাও সেটাই চাই। আমার মনে হয় তৃতীয় ওয়ানডের পিচের মতোই উইকেট থাকবে। এত দ্রুত বদলে ফেলা যায় না।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here