সারা দেশে বৃহস্পতিবার উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি।
শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া-মহল্লা ও প্রধান সড়কে পশু কোরবানি দিতে দেখা গেছে। ঈদের দিনের মতোই উৎসবমুখর পরিবেশে পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা।
ত্যাগের মহিমা এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কেউ একাধিক কোরবানি দিচ্ছেন। আবার কেউ পারিবারিক ঐতিহ্য রক্ষায়, কেউ আবার ব্যবসা ও কাজের চাপ এবং কসাইয়ের অভাবে ঈদের দিন পশু জবাই দিতে পারেনি তারাই দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।
দ্বিতীয় দিনের কোরবানির সংখ্যাটা পুরান ঢাকায় বেশি হলেও রাজধানীর অন্যান্য এলাকায়ও দেখা যায় কোরবানির ব্যস্ততা।
আজ পশু কোরবানি দিচ্ছেন রাজধানী দক্ষিণ যাত্রাবাড়ীর তারিকুল ইসলাম। তিনি বলেন, ‘আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রতিবছর আমরা দুইটি গরু কোরবানি দেই। একটি দেই ঈদের দিন আরেকটি ঈদের পরের দিন। তাছাড়া ঈদের দিন একসঙ্গে দুইটি কোরবানি দিলে কসাই পাওয়া কষ্টকর। তাই ঈদের দ্বিতীয় দিন একটা কোরবানি দেই।’
এদিকে কসাই মো. মিন্টু বলেন, ‘ঈদের দিন সব জায়গায় পশু কোরবানি হলেও দ্বিতীয় দিনে পুরান ঢাকায় এই চাপটা একটু বেশি থাকে। দ্বিতীয় দিনেও সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এখানে আমাদের কাজ থাকে।’