দিনাজপুরে পানির দামে গরুর চামড়া বিক্রি হলেও ছাগলের চামড়া কেউ কিনছে না। পরিবহনসহ লবণজাত করতে যে খরচ, চামড়া বিক্রি করে তা উঠবে না বলে অভিযোগ রয়েছে। এদিকে, উত্তরাঞ্চলের বৃহত্তম রামনগর চামড়া বাজার এলাকায় রাস্তায় ফেলে যাওয়া ছাগলের চামড়া পৌরসভার ময়লা পরিবহন ট্রাকে করে ফেলে দেওয়া হয়েছে ময়লার ভাগাড়ে। ঈদের দিন থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বৃষ্টির কারণে গরুর চামড়া প্রক্রিয়াজাত করা নিয়ে চরম বিপাকে ব্যবসায়ীরা। শুক্রবার বিকালেও দিনাজপুর পৌরসভার ময়লা পরিবহন ট্রাকে করে মাতাসাগর ময়লার ভাগাড়ে চামড়া ফেলে দিতে দেখা গেছে।
এদিকে বৃষ্টিতে চামড়ায় লবণ লাগানো নিয়ে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বৃষ্টিতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় গরুর চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য চামড়া লবণ লাগানো নিয়ে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। রামনগরে ছাগলের চামড়া নিয়ে আসা রাকিব হোসেন, ফারুক হোসেনসহ কয়েকজন বলেন, ছাগলের চামড়া নিয়ে এসেছেন। কিন্তু কেউ এক পয়সাও দাম বলছে না। তাই তারা চামড়া ফেলে দিয়ে চলে যাচ্ছেন।
এ ব্যাপারে দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সভাপতি জুলফিকার আলী স্বপন বলেন, চামড়ার ব্যবসা এমনিতেই খারাপ। চামড়া নিয়ে এমনিতেই বিপদে আছি, আবার বৃষ্টি। শ্রমিকরা কাজ করছে না, মানবিক কারণে বৃষ্টিতে ভিজে কাজ করতেও বলা যাচ্ছে না। হাজার হাজার চামড়া রাস্তায় পড়ে আছে। চামড়াগুলোকে প্রক্রিয়াজাত করতে পারব কি না! তিনি জানান, ঢাকার বিভিন্ন ট্যানারি মালিকদের কাছে বকেয়া রেখেই কিছু ব্যবসায়ী চামড়া কেনা বেচায় রয়েছেন ব্যবসা ধরে রাখতে।