জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনু‌ষ্ঠিত

0

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনু‌ষ্ঠিত হয়েছে।

হাইকোর্ট সংলগ্ন এই ময়দানে ঈদের প্রধান জামাত শুরু হয় বৃহস্পতিবার সকাল সা‌ড়ে ৭টায়, শেষ হয় ৭টা ৪০ মিনিটে।

সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ সব শ্রেণিপেশার মানুষ এ জামাতে অংশ নেন।

এর আগে সকাল থেকে বৃ‌ষ্টির ম‌ধ্যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিতে মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসেন। পল্টন মোড়, মৎস্য ভবন ও হাইকোর্টের সামনে তিন‌টি চেকপোস্ট পার হয়ে ঈদগাহ ময়দানে আসেন মুসল্লিরা।

ঈদ জামাতে প্রবেশের মুখে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তীক্ষ্ণ নজর রাখেন। ঈদ জামাতে আসা মুসল্লিদের তিন জায়গায় তল্লাশির পর ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here