আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় চার নম্বরে ভারতের সুনীল ছেত্রী। ক্রিস্টিয়ানো রোনালদো (১২৩), আলি দাইয়ি (১০৯) ও লিওনেল মেসির (১০৩) পরই ভারতীয় এই তারকার অবস্থান। চলমান বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে কুয়েতের সঙ্গে ম্যাচে গতকাল রাতে ভারত ১-১ গোলে ড্র করেছে। সুনীল ছেত্রী এই ম্যাচে তার ক্যারিয়ারের ৯২তম গোল করেছেন।
ম্যাচের পর মিক্সড জোনে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। সেখানেই জানালেন, বাংলাদেশ বেশ শক্ত দল।
লেবাননের বিপক্ষে বাংলাদেশ দলের খেলা দেখেছেন ছেত্রী। তবে পুরোটা নয়, অর্ধেক। তাতেই তিনি মুগ্ধ। দুই বছর আগে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সঙ্গে ড্রয়ের পর এই প্রতিবেদকের এক প্রশ্নের জবাবেব সুনীল ছেত্রী বলেছিলেন, ‘বাংলাদেশ আগের মতোই (অগোছালো, দুর্বল) আছে।’ দুই বছর আগের মত পরিবর্তন করেছেন তিনি। এবার যে সত্যিই দারুণ খেলছে বাংলাদেশ।
সেমিফাইনালে বাংলাদেশ-ভারত খেলা হওয়ার সম্ভাবনা খুব বেশি নেই। দুই দলের খেলা হলে, ছেত্রীরা তখন বেশ সতর্ক হয়েই মাঠে নামবেন বলে জানালেন।