ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি বোঝেন যে যুদ্ধরত অবস্থায় তার দেশ পশ্চিমা সামরিক জোট ‘ন্যাটো’র সদস্য হতে পারবে না। তবে যুদ্ধ সমাপ্তির পর ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারবে, এমন সিগন্যাল (সংকেত) চান তিনি।
বুধবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তার এই ইচ্ছার কথা প্রকাশ করেন।
বিবিসির খবরে বলা হয়েছে, আগামী জুলাইয়ে ন্যাটোর সম্মেলন হবে। তার আগে কিয়েভ পশ্চিমা জোটের কাছে ‘নিরাপত্তার নিশ্চয়তা’ দাবি করছে।