বেলারুশে ওয়াগনার বাহিনী, হুমকি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো: স্টলটেনবার্গ

0

ওয়াগনার ভাড়াটে বাহিনীর নেতা ইয়েভজেনি প্রিগোজিন এখন বেলারুশে অবস্থান করছেন। তার সঙ্গে তার বাহিনীর যোদ্ধারাও আছেন। তবে সেই সংখ্যা এখন পর্যন্ত স্পষ্ট নয়। 

লিথুয়ানিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা কেস্টুটিস বুড্রিস সতর্ক করে বলেছেন, যদি ওয়াগনার বাহিনী বেলারুশের সাথে তার সীমান্তের কাছাকাছি অবস্থান করে, তবে নাশকতা এবং অনুপ্রবেশমূলক অভিযানের ঝুঁকি রয়েছে। 

ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ বুধবার বলেছেন, ওয়াগনার ভাড়াটে বাহিনীর তৈরি যেকোনো হুমকি থেকে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোকে রক্ষা করতে তারা প্রস্তুত। 

ন্যাটো দেশগুলো আশঙ্কা করছে, ওয়াগনার বাহিনীর বেলারুশে স্থানান্তরের মাধ্যমে ন্যাটোর পূর্ব ইউরোপীয় দেশগুলোতে অস্থিতিশীলতা তৈরি হবে। মঙ্গলবার ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন একটি বিমানে বেলারুশ পৌঁছান। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here