ঈদের দিনেও সুদানে সংঘর্ষ

0

ঈদুল আজহা উপলক্ষে সুদানে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ঈদের দিনও হামলা-পাল্টা হামলা হয়েছে আফ্রিকার দেশটিতে। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, সুদানে সেনাবাহিনী ও প্যারা মিলিটারি বাহিনীর মধ্যে সংঘর্ষ ৭০ দিনে গড়িয়েছে। সুদানের জনগণের জন্য এবারের ‘ঈদ’ অন্য যেকোনো সময়ের তুলনায় ভিন্ন।

ওমদুরমান শহর থেকে আল জাজিরার প্রতিনিধি হিবা মরগান বলেছেন, ‘মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা বুধবার, সেটা সুদানে খুব সামান্যই বোঝা গেছে। রাস্তাঘাটে খুব অল্প মানুষের উপস্থিতি দেখা গেছে।’ 

সংঘাত শুরু হওয়ার পর দুইপক্ষের মধ্যে ১৭ বার যুদ্ধবিরতি হয়েছে। কিন্তু তাতে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি। তাদের নিরাপত্তা ব্যবস্থার কোনো অগ্রগতি হয়নি।   

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে সেনাবাহিনী প্রধান এবং প্যারা মিলিটারি আরএসএফ প্রধান একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে।  

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here