ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
ক্রামাতোরস্কের একটি রেস্তোরাঁ ও বিপণিকেন্দ্রে। ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা এ শহরটির অবস্থান রাশিয়ার দখলকৃত এলাকাগুলোর কাছে।
গত এপ্রিলের পর এই ক্ষেপণাস্ত্র হামলায় সর্বাধিক সংখ্যক মানুষের প্রাণহানী হয়েছে। সর্বশেষ সেন্ট্রাল ইউক্রেনে অবস্থিত উম্যান শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৩ শিশুসহ ২৩ জন নিহত হয়েছিল।
সাম্প্রতিক সময়ে ইউক্রেনের শহরগুলো পশ্চিমা মিত্রদের সহায়তা দেওয়া আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত করা হয়েছে। এর ফলে ইউক্রেনীয় শহরে রুশ বিমান হামলায় নিহতের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। কিন্তু ক্রামাতোরস্ক শহরে হামলায় দেখা গেল, রাশিয়া এখনও ইউক্রেনের ভেতর হামলা করে প্রাণ এবং অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতিসাধন করতে পারে।
এছাড়া এই হামলার সময়ও গুরুত্বপূর্ণ। একটি আক্রমণের বর্ষপূর্তিতে ক্রামাতোরস্ক শহরে রুশ হামলা হলো। গত বছরের এই দিন রাশিয়া ইউক্রেনের ক্রেমেনচুক শহরে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল। ওই হামলায় ২২ জন নিহত হয়েছিল। রাশিয়া গতকালও ক্রেমেনচুক শহরে হামলা করে। তবে এতে কোনো প্রাণহানী হয়নি। সূত্র: বিবিসি