ঈদুল আজহায় ঘরমুখো মানুষের চাপ নেই পদ্মা সেতুতে। স্বাভাবিকভাবেই পদ্মা সেতু পাড়ি দিচ্ছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার হাজারো যাত্রীবাহী যানবাহন। এতে করে ভোগান্তি ছাড়াই ঈদযাত্রায় স্বস্তি প্রকাশ করেছে যাত্রীরা।
বুধবার (২৮ জুন) সকাল থেকে পদ্মা সেতু এলাকায় তেমন কোনো যানবাহনের চাঁপ দেখা যায়নি। ফাঁকা রয়েছে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে। পদ্মা সেতুর বদৌলতে স্বাচ্ছন্দে ও উৎসবমুখর পরিবেশে এবারের ঈদযাত্রা মানুষের আনন্দের উপলক্ষে এনে দিয়েছে।