বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (২৮ জুন) সকাল ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।