আগামী অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। ইতিমধ্যে শুরু হয়ে গেছে টুর্নামেন্টটির দিন গণনা। এছাড়া অনেক অপেক্ষা ও আলোচনা-সমালোচনার পর অবশেষে গতকাল প্রকাশিত হয়েছে আসন্ন আসরটির চূড়ান্ত সূচিও।
আসন্ন এই বিশ্বকাপ নিয়ে আইসিসির সঙ্গে আলাপকালে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, ‘যে দলটি নিয়ে আমরা বিশ্বকাপে যাবো তাদের নিয়ে আমি আত্মবিশ্বাসী। ওয়ানডেতে আমরা দুর্দান্ত পারফর্ম করছি এবং বিশ্বকাপ বাছাইয়ে (ওয়ানডে সুপার লিগ) আমরা অন্যতম সেরা দল ছিলাম। অভিজ্ঞতা ও প্রতিভার মিশ্রণে আমরা ভালো একটি দল, কন্ডিশনও আমাদের পরিচিত।’
সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশ দল ভালো হলেও এই সংস্করণকেই সবচেয়ে চ্যালেঞ্জিং বলছেন তামিম, ‘এটাই আলটিমেট ইভেন্ট। ওয়ানডে বিশ্বকাপের সাথে আরও কিছুর তুলনা হয় না কারণ সাদা বলের ক্রিকেটে এটিই সবচেয়ে চ্যালেঞ্জিং ফরম্যাট। যা ক্রমাগত আপনার খেলার প্রতি সচেতনতা এবং টেম্পারমেন্টের পরীক্ষা নেবে।’