সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা বিভাগের বিরুদ্ধে বিদ্রোহ করেন ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ। তবে পরে তা প্রত্যাহার করা হয়। এরপর ওই গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বেলারুশে নির্বাসনে গেছেন।
কিন্তু ওয়াগনার যোদ্ধারা কী করবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে নতুন তথ্য প্রকাশ করল মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্যাট্রিক রাইডার বলেন, “ওয়াগনার যোদ্ধা হয়তো যুদ্ধে অংশ নেবেন কি নেবেন না, এই বিষয়ে আমি কোনও অনুমান করছি না।”
এদিকে রাশিয়ায় ওয়াগনার গ্রপের বিদ্রোহের জেরে আমেরিকার নিরাপত্তা বাহিনী কোনও পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন প্যাট্রিক রাইডার। তিনি বলেন, “আমাদের দিক থেকে আমরা এমন কিছু দেখছি না যে, আমাদের বাহিনীকে নতুন কোনও পদক্ষেপ নিতে হবে।” সূত্র: সিএনএন