রপ্তানি আয়ে ডলারের দাম বাড়ল

0

রপ্তানি আয়ে ডলারের দাম আরও ৫০ পয়সা বাড়ল। রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৭ টাকা ৫০ পয়সা। তবে প্রবাসী আয়ের প্রতি ডলারের বিপরীতে আগের নির্ধারিত দাম ১০৮ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে।

সোমবার বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন। তিনি বলেন, বাজারের পরিস্থিতি বিবেচনা করে আমরা রপ্তানি আয়ের ডলারে ১০৭ টাকা থেকে বৃদ্ধি করে ১০৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছি। ঈদের পর প্রথম কর্মদিবস থেকে ডলারের নতুন এ দর কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here