জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। বুধবার বিকেলে শাহজাহানপুরে মুন্নার বাসভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সন্ধ্যায় মুন্নাকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।
টুকু বলেন, বিকেলে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের কর্মসূচি পালন শেষে মুন্নাসহ আমি বের হই। মুন্না শাহজাহাপুরে পৌঁছালে পুলিশ তাকে আটক করে বলে আমি জানতে পেরেছি।