ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপ ও সিএনজির সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। সোমবার রাত ৮ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৮ টার দিকে বারোবাজার থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে কালীগঞ্জ যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএজনি চালক কালাম হোসেন ও যাত্রী শরিফা খাতুন নিহত হয়। সেসময় আহত হয় আরও ৪ জন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় অরদাস নামে আরো একজন যাত্রী মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।