ময়মনসিংহের ফুলপুরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে নেমেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। ফুলপুর থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, থানা এলাকায় অবস্থিত সকল বাস, সিএনজি, মাহেন্দ্র, ইজিবাইক স্ট্যন্ডের মালিক শ্রমিক নিয়ে ইতোপূর্বে আলোচনা সভা করা হয়েছে। ঈদযাত্রায় গাড়ির ভাড়া যাতে না বাড়ানো হয় এবং এ নিয়ে যাতে কোন তিক্ততা সৃষ্টি না হয় সেই লক্ষ্যে নিয়মিত ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং সকল প্রকার প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে জানান ওসি।
ওসি আরও বলেন, রাস্তায় যানজট নিয়ন্ত্রণে ঢাকা-শেরপুর ও ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ফুলপুর পৌরসভার দিউ মোড়, আমুয়াকান্দা মোড়, ফুলপুর বাস স্ট্যন্ড ও শেরপুর রোড মোড়সহ বিভিন্ন জায়গায় যানজট নিরসনকল্পে সার্বক্ষণিক ডিউটির জন্য পুলিশ নিয়োজিত করা হয়েছে। এছাড়া ঈদকে সামনে রেখে থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিবাকালীন ও রাত্রিকালীন মোবাইল ডিউটি থাকবে। ভাইটকান্দি, সরচাপুর বাজার, কালিবাড়ী মোড় ও বওলা সুতারপাড়া বাজারসহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ডিউটি মোতায়েন করা হয়েছে। এছাড়া মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার ,জুয়া এবং চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান ফুলপুর থানার চৌকস ওসি আব্দুল্লাহ আল মামুন।